রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


দেশে আসছে সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৪

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৫:৫৮

ফাইল ছবি

চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ করোনাভাইরাস টিকা শনিবার সকালে ঢাকা এসে পৌঁছাবে। শুক্রবার ফেসবুকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে পাশে থাকবে। বাংলাদেশের যখন প্রয়োজন হবে, তখনই চীনকে পাশে পাবে।

দেশে গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের পাঁচ লাখ টিকা আসে। সেই টিকা চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু টিকা সরাসরি কেনার নীতিগত অনুমোদন দেয়।

পরে পর্যায়ক্রমে কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা দেশে আসে। দেশে এখন যে টিকাদান কর্মসূচি চলছে, তার একটি বড় অংশকেই এ টিকা দেওয়া হচ্ছে। এছাড়া উভয় দেশ যৌথভাবে টিকা উৎপাদনের চুক্তিও করেছে।

এর আগে গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এরপর তা ব্যবহারে অনুমোদন দেয় বাংলাদেশও।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top