রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


দেশে দুই কোটির অধিক টিকা প্রদান


প্রকাশিত:
১২ আগস্ট ২০২১ ১৫:০২

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২১:০৯

ফাইল ছবি

প্রথম দিকে টিকার প্রতি দেশের জনসাধারণের মাঝে বিরূপ মনোভাব দেখা গেলেও বর্তমানে আগ্রহ বেড়েছে টিকা গ্রহণের বিষয়ে।সরকার চেষ্টা চালাচ্ছে সবােইকে টিকার আওতায় আনতে। প্রতিদিেই দেয়া হচ্ছে বিনামূল্যে টিকা। মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুরোধে সারাদেশে টিকা গ্রহণকারীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। সবমিলিয়ে দেশে মোট কোভিড টিকা গ্রহণকারীর সংখ্যা দুই কোটি ৮৯ হাজার ১০৭ জন।

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় গণটিকাসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৫৩ হাজার ৭১৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪১ হাজার ৩৮০ জন ও নারী এক লাখ ১২ হাজার ৩৩৫ জন। এ নিয়ে দেশে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জনে। একই দিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৬৩ হাজার ৭৭২ জন। তাদের মধ্যে পুরুষ ৯৪ হাজার ৮৩২ জন ও নারী ৬৮ হাজার ৯৪০ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন।

এদিকে বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দুই কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় কোন টিকা কতজন নিলেন

গত ২৪ ঘণ্টায় এক লাখ ১৩ হাজার ৫৬৫ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৪৪৪ জন ও ১৭ হাজার ৬৩০ জন নারী রয়েছেন। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারির সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৯ লাখ ৪০ হাজার ৯৪৮ জন।

সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪২ হাজার ১২৪জন। তাদের মধ্যে পুরুষ ২৪ হাজার ৪৯৪ জন ও নারী ৯হাজার ১৬২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দুই লাখ ৫৩ হাজার ৯২৪ জন।

মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪০ হাজার ৪৩ জন। তাদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৮৮০ জন ও ৫৯ হাজার ১৬৩ জন নারী রয়েছেন। এ নিয়ে মর্ডানার প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা এখন ২২ লাখ ১১ হাজার ৭৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ফাইজারের কোনো টিকা দেয়া হয়নি। এ পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ২৫৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন চার হাজার ৮৮৯ জন। এদের মধ্যে পুরুষ চার হাজার ৩৪০ জন ও নারী ৫৪৯ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৭৯ জন। একই সময়ে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নেন ১০৭ জন।তাদের মধ্যে পুরুষ ৫৬ জন ও নারী ৫১ জন। ১১ আগস্ট পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৭০ জন।

দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১১ হাজার ৭৫১ জন। তাদের মধ্যে পুরুষ ৬৩ হাজার ২৮৩ জন ও নারী ৪৮ হাজার ৪৬৮ জন। এ নিয়ে অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ৭০ হাজার ৭৪৮ জন।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top