টাইগারদের অবিস্মরণীয় জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নানা শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়াকে ইতিহাস সৃষ্টি করে হারিয়েছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট টিমের সকল সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
এদিন বাংলাদেশের দেওয়া ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানেই গুঁটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে ৬০ রানের বিশাল জয় নিয়ে সিরিজ শেষ করল স্বাগতিকরা। এ জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: