রাজশাহী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


করোনা টিকার সর্বনিম্ন বয়স ১৮ নয় ২৫


প্রকাশিত:
৬ আগস্ট ২০২১ ১৯:০৫

আপডেট:
২০ মে ২০২৪ ০২:০১

ফাইল ছবি

করোনা ভাইরাসের টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ২৫ বয়স বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এ বিষয়ে তিনি বলেছেন, ১৮ বছরের অনেকেরই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। ফলে বিশৃঙ্খলা তৈরি হবে। সেজন্য সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকালে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সভা কক্ষে করোনাভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম আরও বলেন, বর্তমানে যাদের করোনার টিকা দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ টিকা হাতে রেখেই তাদের টিকা দেওয়া হচ্ছে।

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top