রাজশাহী বৃহঃস্পতিবার, ১০ই অক্টোবর ২০২৪, ২৬শে আশ্বিন ১৪৩১


বিধিনিষেধ ভেঙ্গে বাইরে, আটক ৪০৩


প্রকাশিত:
২৪ জুলাই ২০২১ ০২:১২

আপডেট:
১০ অক্টোবর ২০২৪ ২০:৫১

সরকার ঘোষিত কঠোরতম বিধিনিষেধ ভেঙ্গে বাইরে বের হওয়ায় প্রথম দিনে ৪০৩ জনকে আটক করা হয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া কিংবা নির্দেশনা অমান্যের দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের আটক করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে দিনভর ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক ও জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, এ দফায় কঠোর বিধি-নিষেধের প্রথম দিনে ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৪০৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে প্রথম দিন নিয়ম অমান্য করায় ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ দফায় শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধি-নিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top