দেশে কোরবানিতে আহত শতাধিক মানুষ!
বুধবার (২১ জুলাই) আনন্দের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তবে এ আনন্দের মাঝেও এসেছে বিষাদময় সংবাদ। কোরবানি দিতে গিয়ে আহত হয়ে রাজধানীসহ আশপাশের জেলার শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে।
প্রতিবছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন। এবারও এর ব্যতিক্রম নয়। কোরবানির দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়েছেন। বুধবার (২১ জুলাই) সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ তার আশেপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত প্রায় শতাধিক মানুষ আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকেলের পরে আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এ পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।
ঢাকা মেডিক্যাল পুলিশ পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশেপাশে এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে। কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। তবে এখন পর্যন্ত আহত হয়ে যারা আসছেন কেউই গুরুতর নয়।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: