রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ঈদে যা খাবেন কারাবন্দিরা


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ০৪:২৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৯:৩৮

প্রতিবারের মতো আসন্ন ঈদুল আজহাতেও বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার। এছাড়া করোনা ভাইরাসের বিস্তার রোধে কারাগারে এবারও ঈদ-উল আজহায় বন্দিরা নিজ নিজ ওয়ার্ডে ঈদ জামাতে নামাজ আদায় করবেন। গত বছর দুই ঈদ ও এবছর ঈদুল ফিতরেও ছিল একই নিয়ম।

তবে ঈদের দিন তাদের জন্য সকালে থাকবে পায়েস, মুড়ি। দুপুর ও রাতে ঈদের বিশেষ খাবারের পাশাপাশি দেওয়া হবে পান-সুপারি। স্বজনদের সঙ্গে বন্দিদের দেখা-সাক্ষাৎ আগের মতোই বন্ধ থাকছে। তবে নিয়মানুযায়ী স্বজনরা বন্দিদের সঙ্গে মোবাইল ফোনে একটি নির্দিষ্ট টাইমে কথা বলতে পারবেন। সেটা চলমান থাকলেও শুধু সাধারণ বন্দিদের জন্য প্রযোজ্য।

সোমবার (১৯ জুলাই) কারা অধিদপ্তর থেকে একটি সূত্র জানান, দেশের ৬৮টি কারাগারে প্রায় ৮০ হাজার বন্দি আছেন। বন্দিদের জন্য প্রতিবারের মতো এবারও ঈদে বিশেষ খাবার দেওয়া হবে। পোলাও, রোস্ট, গরু, খাসি, মাছের পাশাপাশি থাকবে মিষ্টান্ন।

এছাড়া করোনা ভাইরাস ঊর্ধ্বগতির কারণে গত বছরের দুই ঈদ ও চলতি বছর ঈদুল ফিতরের মতো বন্দিরা ওয়ার্ডে ওয়ার্ডে ঈদ জামাতে নামাজ আদায় করবেন।

ওই সূত্রটি আরও জানান, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ঈদুল আজহা উপলক্ষে স্টাফ ও বন্দিদের জন্য আলাদা আলাদা বাণী দিয়েছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বরাবরের মতো বন্দিদের জন্য ঈদের দিন বিশেষ খাবার দেওয়া হবে। সকালে পায়েস, মুড়ি, দুপুরে মোরগ-পোলাও গরুর মাংস এবং অন্য ধর্মাবলম্বিদের জন্য খাসির মাংসের পাশাপাশি কোমল পানীয় মিষ্টি, সালাদ থাকবে। রাতে ভাত, মাছ, সবজি ও ডিম।

ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন মো. জাহাঙ্গীর কবির বলেন, ঈদে বন্দিদের জন্য পোলাও, রোস্ট, গরু ও খাসির মাংসের পাশাপাশি মিষ্টি জাতীয় খাবার থাকবে। যারা গরুর মাংস খায় না তাদের দেওয়া হবে খাসির মাংস। পাশাপাশি পান-সুপারিও থাকবে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, সারাদেশের ৬৮টি কারাগারে বন্দিদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ খাবার দেওয়া হবে। সরকারের নির্দিষ্ট বরাদ্দ থেকে বন্দিদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দেশে করোনা ভাইরাস বিস্তারের কারণে আগের নির্দেশনা অনুযায়ী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

কারা অধিদপ্তরে ঈদের জামাতে নামাজ আদায় করে একটি কারাগার পরিদর্শনে যাবেন তিনি। সেখানে বন্দিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

কারা অধিদপ্তর থেকে আরও একটি সূত্র জানান, সব কারাগারে ঈদে বন্দিদের জন্য একই সরকারি বরাদ্দ থেকে বিশেষ খাবার দেওয়া হয়। মেন্যুতে বিশেষ খাবারে পোলাও-মুরগি, গরু-খাসি বাধ্যতামূলক থাকে। এছাড়া এগুলো বাদে ওই বরাদ্দ থেকে কোনো কোনো কারাগারে দই, কোনো কোনো কারাগারে মিষ্টির পাশাপাশি পান-সুপারি ও কোমলপানীয় দেয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top