রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


গরু নিয়ে ছুটলো ক্যাটল ট্রেন


প্রকাশিত:
১৮ জুলাই ২০২১ ০২:৩২

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৯:৪০

বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের যাত্রা শুরু হয়েছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য। শনিবার (১৭ জুলাই) গরু নিয়ে প্রথম ট্রেনটি বিকাল সাড়ে ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে মোট ৮০ টি গরু বুক করা হয়েছে। ভাড়া বাবদ আদায় হয়েছে ৪৭হাজার ৩২০ টাকা। রাজশাহী স্টেশন থেকে ১ টি ওয়াগনে ২০ গরু বুক হয়েছে। ভাড়া আদায় হয়েছে ১১ হাজার ৩৮০ টাকা। বড়াল ব্রীজ স্টেশনে ১ টি ওয়াগনে ১০০ টি ছাগল বুক হয়েছে হয়েছে। ভাড়া আদায় হয়েছে ৯ হাজার ২৩০ টাকা। মোট ভাড়া আদায় ৬৮ হাজার ৩৮০ টাকা।

আজ রাত ৩ টা ৩০ মিনিটে ট্রেনটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ রাজশাহী স্টেশন হতে এই ট্রেনের শুভ উদ্বোধন করেন। এই বিশেষ ট্রেন সার্ভিস আজ শনিবার থেকে ১৯ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top