ট্রেন চালুর সিদ্ধান্ত, টিকেট পাবেন যেভাবে

লকডাউন শিথিলের ঘোষণার পরপরই ট্রেন চালাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগমী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে।
সোমবার (১২ জুলাই) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, শুধুমাত্র অনলাইনে টিকেট পাওয়া যাবে। স্টেশন কাউন্টারে কোন টিকেট বিক্রি করা হবে না।
রেলমন্ত্রী জানান, সরকার ঘোষিত লকডাউন শিথিল করা এবং গণপরিবহন চালুর সিদ্ধান্তের কারণে রেলওয়েও এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে কোন কোন রুটে, কতগুলো ট্রেন চলবে বা আর কোন বিধিনিষেধ জারি করা হবে কিনা তা প্রজ্ঞাপণ জারির পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী।
আরপি/আআ
বিষয়: ট্রেন চালু টিকেট অনলাইন
আপনার মূল্যবান মতামত দিন: