রাজশাহী শুক্রবার, ২৮শে নভেম্বর ২০২৫, ১৪ই অগ্রহায়ণ ১৪৩২


সারাদেশে বৃষ্টিপাত বাড়ার আভাস


প্রকাশিত:
৬ জুলাই ২০২১ ১৮:৫৯

আপডেট:
৬ জুলাই ২০২১ ১৮:৫৯

ফাইল ছবি

সারাদেশে বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে। আর এ বৃষ্টিপাত সপ্তাহের শেষ দিক পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সপ্তাহের শেষ দিকে দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

এদিকে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। খবর বাসসের।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ ,বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top