রাজশাহী শনিবার, ৯ই নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১


রাজশাহীসহ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা


প্রকাশিত:
৩০ মে ২০২১ ২০:০৩

আপডেট:
৩০ মে ২০২১ ২০:০৬

ছবি: সংগৃহীত

রাজশাহীসহ দেশের আট বিভাগে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের উত্তরাংশে ভারী বৃষ্টি হতে পারে।রোববার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাংশে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া রাঙামাটি, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, রংপুর, খুলনা, যশোর জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

আরপি/ এস



আপনার মূল্যবান মতামত দিন:

Top