রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


ফিলিস্তিনে হচ্ছে বঙ্গবন্ধু সড়ক


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০১৯ ০৭:৪৬

আপডেট:
২৭ অক্টোবর ২০১৯ ০৮:১৩

ফাইল ছবি

বাংলাদেশের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়ক নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন সরকার। দেশটির প্রাচীন ঐতিহ্যবাহী শহর হেভরনের একটি রাস্তার নাম বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হবে বলে শনিবার আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি এমনটা  জানিয়েছেন।

রাস্তাটির নামফলক উন্মোচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরেরও আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বিষয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও ছিলেন।

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, রিয়াদ মালকি জানিয়েছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ফিলিস্তিন সরকার হেভরনে একটা রাস্তা  নামকরণ করবে। এব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণও জানানো হয়েছে বলে শহীদুল হক জানান।

পররাষ্ট্র সচিব বলেন, বিশ্ব দরবারে ফিলিস্তিন ইস্যুটা সব সময় তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিয়াদ মালকি ধন্যবাদ জানিয়েছেন।

 

আরপি/আআ

 
 


আপনার মূল্যবান মতামত দিন:

Top