রাজশাহী বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


দেশের প্রত্যক বিভাগে আরও ৩ দিন বৃষ্টি


প্রকাশিত:
৭ মে ২০২১ ১৬:৫০

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১১:৩৬

প্রতিকী ছবি

দেশের আট বিভাগের কোথাও কোথাও আজ শুক্রবার দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে সারা দেশে বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে গরমে হাসফাঁস করা জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top