আরইউজে ফজলে হোসেন বাদশার সুস্থতা কামনা

এমপি ফজলে হোসেন বাদশার সুস্থতা কামনা আরইউজের সংবাদ বিজ্ঞপ্তি রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশার সুস্থতা কামনা করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
শনিবার দুপুরে এক বিবৃতিতে আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এমপি বাদশার রোগমুক্তি কামনা করেন।
তিনি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে রাজশাহী ফিরবেন বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এমপি ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
আরপি / আইএইচ
আপনার মূল্যবান মতামত দিন: