রাজশাহী রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


মিতা হকের রাষ্ট্রপতির শোক


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২১ ১৭:৪৫

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪২

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শোক বার্তায় তিনি বলেছেন, ‘বাংলাদেশে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্রসংগীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রচেষ্টা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’


রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ এপ্রিল) ভোরে মারা যান মিতা হক। করোনাভাইরাসের সংক্রমণজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

রাষ্ট্রপতি প্রয়াত এই শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top