রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


উপজেলা পর্যায়ে মাস্ক বিতরণে বরাদ্দ ৫ কোটি ৮৭ লাখ টাকা


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২১ ২৩:৫২

আপডেট:
৬ এপ্রিল ২০২১ ২৩:৫২

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বিনামূল্যে মাস্ক বিতরণের জন্য ৪৯২ উপজেলা পরিষদকে ৫ কোটি ৮৭ লাখ টাকা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে উপজেলা উন্নয়ন সহায়তা থেকে বরাদ্দের ৬৫০ কোটি টাকা থেকে ‘অনগ্রসর উপজেলা ও কোভিড প্রতিরোধ বিবেচনায় মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী বরাদ্দ’ উপখাতে রক্ষিত ৩২ কোটি ৫০ লাখ টাকার মধ্যে তৃতীয় কিস্তিতে করোনাভাইরাসের বিস্তাররোধে কেবল মাস্ক ক্রয় ও বিনামূল্যে বিতরণের জন্য ৪৯২টি উপজেলা পরিষদের অনুকূলে ৫ কোটি ৮৭ লাখ টাকার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।


তবে অর্থছাড়ে কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। শর্তগুলো হলো:

১. ছাড়কৃত অর্থের মধ্যে অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

২. ব্যয় বিবরণী ১৫ জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে হবে।

প্রসঙ্গত, উপজেলা পরিষদ ছাড়াও ১২টি সিটি করপোরেশনকে করোনা মোকাবিলায় সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

আরপি/ এসআই-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top