রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


আজ বিকেলে যুবলীগ নেতাদের সাথে বসছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
২০ অক্টোবর ২০১৯ ২০:৩৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১১:৩৫

ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তম জাতীয় কংগ্রেস আয়োজন নিয়ে আওয়ামী যুবলীগ নেতাদের সঙ্গে বসছেন বলে জানা গেছে।

রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুবলীগের এক কেন্দ্রীয় নেতা জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২৬ প্রেসিডিয়াম সদস্য, ৯ সাংগঠনিক সম্পাদক ও ৫ যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪০ জনের তালিকা গণভবনে পাঠানো হয়েছে। তবে এই তালিকা থেকে নেই সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওন। এর বাইরে কারও বিষয়ে আপত্তি আসলে ওই নেতা গণভবনে ঢুকতে পারবেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক নেতা বলেন, মূলত কংগ্রেস কীভাবে আমরা আয়োজন করব সে বিষয়ে আলোচনা হবে। কংগ্রেস প্রস্তুতি কমিটি গঠন হতে পারে। যেহেতু চেয়ারম্যানের বিষয়ে অভিযোগ আছে।

সংগঠনটির অপর এক নেতা বলেন, চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দিয়ে প্রেসিডিয়ামের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হতে পারে কংগ্রেস সম্পন্ন করার জন্য। বয়স সীমা নির্ধারণের একটা দাবি আছে। এইগুলোই মূলত আলোচনা হবে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top