রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


৫ পর্যটনকেন্দ্রে নারীদের প্রবেশ নিষেধ


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২১ ১৬:১৩

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১১:১০

ছবি: সংগৃহীত

পর্যটনকেন্দ্র সব সময় পর্যটকের অপেক্ষায় থাকে। বিশ্বের বিভিন্ন পর্যটনকেন্দ্র বা দর্শনীয় স্থানগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত। নারী-পুরুষে ভেদাভেদ নেই বললেই চলে।

যদিও বিশ্বের কয়েকটি স্থান আছে যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ। কারণ সেসব স্থানে শুধু নারীদেরই বাস। ঠিক তেমনই এক অবাক করা বিষয় হলো, বিশ্বের এমন কয়েকটি পর্যটনকেন্দ্র আছে, যেখানে নারীদের প্রবেশ নিষেধ। তাই আপনি নারী পর্যটক হলে বিশ্বের এসব দর্শনীয় স্থানে যাওয়ার আগে অব্যশই জেনে নিন, সেখানে আপনি যেতে পারবেন কি-না!

আইয়াপ্পান মন্দির, সাবরিমালা

এটি ভারতের কেরালা রাজ্যের একটি মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এক স্থান। সাবরিমালার আইপ্পান মন্দিরে ৬-৬০ সব বয়সী নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। পবিত্র স্থান হিসেবে বিবেচিত এ স্থানে কোনো নারী প্রবেশ করতে পারেন না।


কারণ নারীদের ঋতুস্রাব হয়ে থাকে। যদি কোনো নারী ঋতুস্রাব নিয়ে মন্দিরে প্রবেশ করে থাকেন; তাহলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে। এ কারণেই মন্দির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরব এবং ভ্যাটিকান সিটির ভোটকেন্দ্র

সৌদি আরবে নারীদের খুব সীমিত অধিকার আছে। সেখানকার নারীদের গাড়ি চালানোর তেমন অনুমতি নেই এবং পরিবারের কোনো পুরুষ সদস্য ছাড়া ঘর থেকে বের হওয়ার স্বাধীনতাও তাদের নেই। ঠিক সেভাবেই এ দেশের ভোটকেন্দ্রগুলোয় কোনো নারীর যাওয়ারও অনুমতি নেই। ঠিক তেমনই ভ্যাটিকান সিটির ভোটকেন্দ্রগুলোয় শুধু পুরুষদেরই প্রবেশাধিকার আছে।

ট্যুর ডি ফ্রান্স

ফ্রান্সে প্রতিবছর একটি সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এ প্রতিযোগিতার নাম ট্যুর ডি ফ্রান্স। এ অনুষ্ঠানে নারীদের প্রবেশ নিষেধ। এমনকি কোনা নারী প্রতিযোগীও এ খেলায় অংশগ্রহণ করতে পারেন না।

মাউন্ট ওমেন, জাপান

জাপানের বৃহত্তম পর্বতমালার মধ্যে একটি মাউন্ট ওমেন। ৫ হাজার ৬৪০ ফুট উঁচু এ পাহাড়ের বয়স প্রায় ১৩০০ বছর। সেখানে একটি পুরোনো বৌদ্ধ বিহার আছে। ধর্মীয় কারণে নারীদের সেখানে যাওয়ার অনুমতি নেই। অর্থাৎ কোনো নারীই মাউন্ট ওমেনে চড়তে পারেন না।

 

মাউন্ট অ্যাথোস, গ্রিস

গ্রিসের উপকূলে অবস্থিত মাউন্ট অ্যাথস। বেশ কয়েকজন সন্ন্যাসী প্রাচীন ঐতিহ্যবাহী মাউন্ট অ্যাথোসের মঠে থাকেন। সেখানে সন্ন্যাসীরা ব্রহ্মচর্চা করেন। এ কারণে নারীদের প্রবেশ নিষেধ সেখানে। গ্রিকদের মধ্যে পবিত্র পর্বত নামে পরিচিত এটি।

সূত্র: ফক্স নিউজ ও ইন্ডিয়া টুডে

আরপি/ এসআই-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top