রাজশাহী শনিবার, ১০ই জুন ২০২৩, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০


রাজশাহী বিভাগে আরো পাঁচজনের করোনা শনাক্ত


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৭

আপডেট:
১০ জুন ২০২৩ ০০:৪৪

প্রতীকি ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় আরো পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার নমুনা পরীক্ষায় তিন জেলায় তারা শনাক্ত হন। রাজশাহী বিভাগে একদিনে এত কম সংখ্যাক করোনা রোগী আর কখনও শনাক্ত হননি।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন শনাক্ত পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি বগুড়া। আর অন্য দুজনের মধ্যে একজনের বাড়ি রাজশাহী এবং অপরজন নাটোরের বাসিন্দা।

সোমবার বিভাগে ১৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ১০ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া এ দিন রাজশাহীর সাতজন এবং নাটোরের একজন সুস্থ হয়েছেন। সোমবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৮৩ জন।

এদের মধ্যে ২৩ হাজার ৮৫৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৮০ জন কোভিড-১৯ রোগী। সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। তাদের বাড়ি বগুড়া।

আরপি/ এসআই-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top