ভোটারদের করোনার টিকা নেওয়ার আহ্বান সিইসির
ভোটারদেরকে করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিইসি নিজে করোনার টিকা নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভোটারদের টিকা নেওয়ার আহ্বান জানান।
করোনা টিকা নেওয়ার পর অনুভূতি জানিয়ে সিইসি বলেন, আসলে উৎসবমুখর পরিবেশ। আমার খুব ভালো লেগেছে। টিকা নিয়ে কোনও সমস্যা ফেস করিনি। আধাঘণ্টা অবজারভেশনে ছিলাম। আমার কোনও রকম অসুবিধা হয়নি। আমি ভোটারদের অনুরোধ করবো, আপনারা প্রত্যেকে এসে যার যার এলাকায় এই টিকা গ্রহণ করুন।
তিনি আরও বলেন, এটা কোভিড থেকে রক্ষার অত্যন্ত ফলপ্রসূ উপায়। টিকা নেওয়ার পর কোনও অসুবিধা হয় না বলেও জানান তিনি।
আরপি/ এ্সআই-১০
বিষয়: কেএম নূরুল হুদা সিইসি করোনা টিকা ভোটার
আপনার মূল্যবান মতামত দিন: