রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


শিবগঞ্জে স্খাস্থ্যকর্মীদের বেতন বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২০ ০২:১৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৫:৪০

কর্মবিরতি পালনকালের ছবি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালিত হয়েছে।

বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন নামের একটি সংগঠন এর আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতি পালনকালে প্রধান বক্তার বক্তব্যে দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো: আজহারুল ইসলাম বলেন, এর আগে ১৯৯৮ সালের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালের স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা ও সর্বশেষ ২০২০ সালের ২০ ফেব্রুয়ারির মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ ও স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেডের বাস্তবায়ন চাই।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ইব্রাহিম হোসেন, সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাকিব রাইহান ও সুলতানা ইয়াসমিনসহ অন্যান্যরা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বক্তারা।

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top