রাজশাহী নগরীতে মুখে মাস্ক না থাকায় ১১ হাজার টাকা জরিমান

করোনা ভাইরাসের সংক্রামন রোধে মাঠে নেমেছে প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীতে মাস্ক না পড়ায় জরিমানা করা হয়েছে।
২১টি মামলায় ১১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিনব্যাপি রাজশাহী সিটি করপোরেশনের সাহেববাজার, নিউ মার্কেট, আম চত্বর, রেলগেট ও হড়গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পড়ার দায়ে ২১টি মামলা করা হয়েছে। ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লসমী চাকমা, মোহাম্মদ কাউছার হামিদ, রিফাতুল ইসলাম, কৌশিক আহম্মেদ।#
আরপি/এমআই
আপনার মূল্যবান মতামত দিন: