রাজশাহী শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১


মাস্ক ছাড়া বেরুলেই ৬ মাসের জেল


প্রকাশিত:
৩১ মে ২০২০ ২২:০৮

আপডেট:
৩১ মে ২০২০ ২২:১০

ফাইল ছবি

সরকার ঘোষিত টানা ৬৬ দিনের ছুটি শেষে অ‌ফিস খুলেছে আজ। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহারসহ সব নির্দেশনা মানতে হবে। না মানলে করা হয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাস্ক না পরে বের হলে সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। গতকাল সন্ধ্যায় এক সার্কুলারে এমনটা জানানো হয়। সার্কুলারে করোনা সংক্রমণের এ সময়ে মাস্ক না পরে বের হওয়া ‘বেআইনি’ বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে পড়তে পারেন।

অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও সার্কুলারে জানানো হয়। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top