নওগাঁয় পুলিশ-নার্সসহ নতুন আক্রান্ত ১৫

করোনা ভাইরাসে নওগাঁয় গত ২৪ ঘন্টায় পুলিশ-নার্সসহ নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১ জন পুলিশ সদস্য, ১ জন নার্স ও ১জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সিভিল সার্জন ডা: আ.ম. আখতারুজ্জামান আলাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরে কর্মরত পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ ১১ জন, আত্রাই উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ১ জন ও রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন নার্স। আক্রান্ত সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জেলায় এ পর্যন্ত ১৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। এদিকে গত ২৪ঘন্টায় নতুন করে জেলায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৮ জনকে। এদের মধ্যে বদলগাছি উপজেলায় ৫ জন এবং আত্রাই উপজেলায় ৩ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৭ হাজার ৪শ ৯৩ জনকে। রোববার পর্যন্ত ১৪দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ হাজার ৫শ ৪৮জনকে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯৪৫ জন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছে ৬ জন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: