করোনায় রেকর্ড ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫

প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৪৫ জন। সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন।
রোববার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত একদিন ব্যবধানে যে সংখ্যক রোগী মারা গেছেন, তার মধ্যে এটাই সর্বোচ্চ; রেকর্ড।
করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: