যেসব ফল এই সময়ে শরীর ভালো রাখবে
 
                                
একদিকে চলছে করোনা করোনাভাইরাসের আতঙ্ক। অন্যদিকে গরম পড়তে শুরু করেছে। এই গরমে অনেক রোগ ব্যাধি দেখা দেয়। তাই প্রচণ্ড গরমে শরীর ভালো রাখতে যেসব ফল খাবেন তা জেনে নিন।
- 
  লিচু: গরমে মানুষের শরীরে যেসব জিনিসের প্রয়োজন হয় তার সব কিছুই রয়েছে লিচুতে। ভিটামিন, প্রোটিন, সাইট্রিক অ্যাসিড, ফ্যাট, আইরন, ফসফরাস সবই লিচুতে পাওয়া যায়। 
- 
  কলা: কলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও পটাশিয়ম, যা শরীরকে চনমনে রাখতে সাহায্য করে। 
- 
  পেয়ারা: গরমে পেটের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। তার সঙ্গে সর্দি কাশি। পেয়ারায় ভিটামিন সি রয়েছে। তাই এ ধরনের সমস্যা থেকে পেয়ারা আপনাকে দূরে রাখে। 
- 
  আম: একে ফলের রাজা। আম গরমকালেই বেশি পাওয়া যায়। স্বাদের পাশাপাশি আয়রন ও সেলেনিয়মের জন্যও আম খুবই উপকারী। 
- 
  পেঁপে: পাকা পেঁপেতে ফলে প্রচুর এনজাইম রয়েছে, যার ফলে হজমের সমস্যাই কমে যায় গরমকালে। 
- 
  আনারস: এই ফলে রয়েছে ব্রোমেলিয়ন এনজাইম যা ফ্যাট ও প্রোটিন হজম করতে সাহায্য করে। 
- 
  তরমুজ: পানিতে ভরা এই মিষ্টি ফলে রয়েছে ‘লাইকোপেন’ যা রোদের তেজ থেকে ত্বককে রক্ষা করে। আরপি/ এএন 
বিষয়: যেসব ফল গরমে শরীর ভালো রাখবে

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: