রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত বেড়েছে


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২২ ০৪:৫৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৮:৫৪

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৩ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

বুধবার(২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৮১ শতাংশ। আগের দিন এই হার ৩ দশমিক ০৬ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত কোভিড মোট রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ৪২৪ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৫৫ জন কোভিড রোগী সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জন। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৭০ জনই ঢাকা বিভাগের। গত এক দিনে দেশের ৫৩টি জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৭২ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের ও ২ জন সিলেট বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

আরপি/ এসএইচ ১১

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top