রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


মৃত্যুশূন্য রামেকে চিকিৎসাধীন ১৮


প্রকাশিত:
১ মার্চ ২০২২ ২২:৪৭

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২৩:৫০

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯টার মধ্যে হাসপাতালে কোনো প্রাণহানির ঘটনা ঘটে নি।

এছাড়া বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ১৮ জন। যেখানে গতকালও ২১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় রামেক করোনা ইউনিটে কোনো মৃত্যুর ঘটনা ঘটে নি। বর্তমানে (মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) ১৪৬ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ১৮ জন।

তিনি আরও বলেন, এদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নওগাঁর ৫ জন, পাবনার ৩ জন ও চুয়াডাঙ্গার ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীনদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের শরীরে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। এছাড়াও করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে ৬ জনের শরীরে।

২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হন নি। তবে এদিন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ জন রোগী।

এছাড়াও সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ৩ জনের শরীরে। এদিন রামেক ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ১ জনের শরীরে।

এদিন পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ০৫ শতাংশে। একদিন আগেও যেই সংখ্যা ছিল ৪ দশমিক ৩৮ শতাংশ।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top