রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


২৪ ঘণ্টায় রাণীনগরে আরও পাঁচ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২২ ০৩:৫৩

আপডেট:
২০ জানুয়ারী ২০২২ ০৮:৩৩

ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে নমুনা পরীক্ষায় বুধবার নতুন করে আরো ৫ জনের করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এনিয়ে গত ১৫ দিনের ব্যবধানে উপজেলায় নতুন করে ১৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন শনাক্ত হলো।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন শনাক্ত হয়েছে। এর মধ্যে রাণীনগর উপজেলার পাঁচ জন এবং পার্শ্ববর্তী নওগাঁ সদরের দুই জন রয়েছে।

গত মঙ্গলবার পাঁচজনের নমুনা পরীক্ষা করে তিন জনের করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এছাড়া এর আগে চলতি মাসে নতুন করে আরো সাত জনের করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে।

এনিয়ে রাণীনগর উপজেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। হাসপাতাল সুত্র বলছে, এ পর্যন্ত রাণীনগর উপজেলায় মোট ৩৯৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৭৪ জন সুস্থ্য হয়েছেন এবং ৯ জন মারা গেছেন। বর্তমানে ১৪ জন নতুন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top