রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বুস্টার ডোজে ফাইজার নয় মিলবে মডার্নার টিকা


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২২ ২১:৪৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০০:৫১

ফাইল ছবি

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ থেকে সুরক্ষায় বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে এখন থেকে দেওয়া হবে মডার্নার টিকা।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলমের বরাত দিয়ে পরিচালক ও লাইন ডিরেক্টর শামসুল হকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতদিন ফাইজারের টিকা দিয়েই বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— দেশের সব পর্যায়ে বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজারের টিকার পরিবর্তে মডার্নার টিকা দেওয়া হবে। স্কুল-কলেজগামী ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার নিয়েছেন, তাদের জন্য এই টিকা সংরক্ষণ করতে বলা হয়েছে।

মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানের তৈরি ফাইজার-বায়েএনটেকের টিকা বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে আসছে। মডার্নার টিকাও যুক্তরাষ্ট্রে তৈরি। এই দুটি টিকা করোনা থেকে সুরক্ষা দিতে বেশ কার্যকর বলে একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে।

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top