রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ঘোড়াঘাটে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান শুরু


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২২ ০৫:১৪

আপডেট:
১৩ জানুয়ারী ২০২২ ০৫:১৮

ছবি: টিকা প্রদান

দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ স্কুল শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা (ফাইজার) প্রদানের মাধ্যমে উপজেলায় স্কুল পর্যায়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঘোড়াঘাট উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ও উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের বাস্তবায়নে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে টিকা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমূখ।

এসময় ওসমানপুর উচ্চ বিদ্যালয়, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ছয়ঘট্টী দাখিল মাদ্রাসা, রানীগঞ্জ মহিলা কলেজ, ঘোড়াঘাট মহিলা কলেজসহ ৫টি বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। 

উপজেলায় প্রতিদিন ১ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদানের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান ডাঃ পার্থ জ্বীময় সরকার।

 

 

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top