রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


বাঘার ২২৭০ শিক্ষার্থী পেল করোনা টিকা


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২২ ১১:১৭

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৮:৫০

ছবি: করোনা টিকা প্রদান

রাজশাহীর বাঘায় ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান শুরু হয়েছে। রোববার (৯ জানুয়ারী) উপজেলা সদরে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে এই টিকা কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার মাহমুদুর রহমান খান জানান, প্রথম দিন উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ১৯১ জন শিক্ষার্থী টিকা দেওয়ার টার্গেট ছিল । তাঁদের মধ্যে ২ হাজার ২৭০ জন শিক্ষার্থী টিকা পেয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তডা. রাশেদ আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের মানুষ পৃথিবীর বহু উন্নত দেশেরও আগে কভিডের টিকা পেয়েছে। এখন দেশের শিক্ষার্থীরাও টিকা পাচ্ছে।

টিকা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান । এছাড়া শিক্ষক সমিতির নেতা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top