২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ১১৪০
-2022-01-06-16-58-14.jpg)
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ।
এর আগেরদিন বুধবার দেশে করোনায় তিনজনের মৃত্যু ও ৮৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া শনাক্তের হার ছিল ৪ দশমিক ২০ শতাংশ। সেই তুলনায় আজ করোনার সব সূচকে ঊর্ধ্বগতি।
এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৯৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে একজন ঢাকা, চারজন চট্টগ্রাম, একজন রাজশাহী ও একজন রংপুর বিভাগের বাসিন্দা।
আরপি/এসআর-০৫
বিষয়: স্বাস্থ্য অধিদফতর করোনা
আপনার মূল্যবান মতামত দিন: