রাজশাহী বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


আজ রাজশাহীতে শুরু হলো করোনার বুস্টার ডোজ


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২১ ০০:৫৯

আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ০১:০০

প্রথম দিন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার বুস্টার ডোজ দেয়া হচ্ছে

রাজশাহীতে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আজ থেকে দেয়া শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ। প্রথম দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮’শ ও পুলিশ লাইন হাসপাতালে ৪’শ জনকে ফাইজারের টিকা দেয়া হয়।

বুধবার সকাল নয়টায় শুরু হয়ে এই কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার বুস্টার ডোজ দেয়া হচ্ছে

কমপক্ষে যাদের পুর্বে টিকা প্রদান ৬ মাস অতিক্রান্ত হয়েছে এবং এসএমএস পেয়েছেন সেসব ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথম দিনে বুষ্টার ডোজ গ্রহনের সুযোগ পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিগগিরই জেলার নয় উপজেলাতেও বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে। পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিধি।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, বুস্টার ডোজের জন্য প্রথমে বয়সটাকেই বিবেচনা করা হচ্ছে। এরমধ্যে যদি কোন ফ্রন্টলাইনার থাকেন তাহলে তিনিও পাবেন। পরবর্তীতে বয়স ষাটের কম হলেও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। আগে যে টিকাই গ্রহণ করে থাকুন না কেন, বুস্টার ডোজ দেওয়া হবে ফাইজারের টিকায়। এতে কোন সমস্যা হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাজশাহী জেলায় এপর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ১২ লাখ সাড়ে ৬১ হাজার জন। এবং ২য় ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ৮ লাখ ৩৬ হাজার জন।

 

আরপি/ এমএএইচ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top