রাজশাহী সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২


করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ২৩৪


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২১ ০৪:১৪

আপডেট:
১৯ জানুয়ারী ২০২৬ ০৯:৪২

ছবি: রামেক হাসপাতাল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন। এছাড়াও করোনা শনাক্ত হয়েছে আরও ২৩৪ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৬ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন। একই সময়ে ১৭ হাজার ৮৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top