বিভাগজুড়ে করোনায় মৃত্যু দুই, শনাক্ত ৬২
-2021-09-21-18-27-34.jpg)
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে এ দুজনের মৃত্যু হয়।
বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হয়েছেন ৬২ জন করোনা রোগী। সুস্থ হয়েছেন ৩৮ জন। বিভাগে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৭৯২ জন। এরমধ্যে ৯৩ হাজার ৫৫৪ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৬৫৬ জন।
আরপি/এসআর-১৮
বিষয়: রাজশাহী বিভাগ করোনা
আপনার মূল্যবান মতামত দিন: