রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


২৪ ঘণ্টায় রামেকে আরও ৪ জনের মৃত্যু


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৮:১৫

ছবি: রামেক করোনা ইউনিট

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও চারজন মারা গেছেন। মৃতদের চারজনই করোনায় মারা গেছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে নওগাঁয় দুজন, রাজশাহী ও নাটোরের একজন করে মারা গেছেন। এর মধ্যে তিনজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৩৩।বর্তমানে রাজশাহীর ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ১৬ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার ১২ জন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের একজন এবং রংপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২২ জন।

এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৫৫০ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১ দশমিক ৪১ শতাংশ, জয়পুরহাটের ২ দশমিক ৭৫ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১০ দশমিক ৮৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই ১৫ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৯৬ জন। এর মধ্যে করোনায় ৩৭ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৫১ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৭ জনের মৃত্যু হয়।

এর আগে গত আগস্ট মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। এর মধ্যে করোনায় ১৫৪ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৬ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৪ জনের মৃত্যু হয়।

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top