রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বিভাগে একদিনে আরও আট জনের মৃত্যু


প্রকাশিত:
২১ আগস্ট ২০২১ ২৩:৫৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৩:৫৪

ফাইল ছবি

২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৩০ জনে। শনিবার (২১ আগস্ট) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত এক দিনে বগুড়ায় চারজন, রাজশাহীতে তিনজন এবং নাটোরে একজন মারা গেছেন। এদিন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে এখন পর্যন্ত ৯৩ হাজার ৬১৯ জনের করোনা ধরা পড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বনিম্ন সংক্রমণের রেকর্ড এটি।

এদিন পাবনায় ১৩৬ জন, রাজশাহীতে ৮৮, বগুড়ায় ৩৯, নাটোরে ২০, সিরাজগঞ্জে ১৯, নওগাঁয় ১৪, জয়পুরহোটে ৮ এবং চাঁপাইনবাবগঞ্জে চারজনের করোনা ধরা পড়েছে।

একই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৭ জন করোনা রোগী। মোট সুস্থ হয়েছেন ৮৩ হাজার ১২৩ জন। হাসপাতালে নতুন রোগী এসেছেন ৭৮ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ হাজার ৩৯৯ জন।

এ পর্যন্ত বগুড়ায় ৬৩৯ জন, রাজশাহীতে ২৮২, নাটোরে ১৫৪, চাঁপাইনবাবগঞ্জে ১৪৫, নওগাঁয় ১৩১, সিরাজগঞ্জে ৮৫, জয়পুরহাটে ৫৪ এবং পাবনায় ৪০ জন করোনায় মারা গেছেন।

 

 

আরপি/এসআর-২০



আপনার মূল্যবান মতামত দিন:

Top