রোববার ইসলামি হাসপাতালে ফ্রি গাইনি ক্যাম্পেইন

আগামী ১০ শে নভেম্বর রাজশাহীর ইসলামি ব্যাংক হাসপাতালে 'ফ্রি গাইনি ক্যাম্প-২০১৯' অনুষ্ঠিত হবে। এতে মহিলাদের বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হবে বলে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ক্যাম্পেইন আগামী রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এদিন বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোসহ পরীক্ষা নিরীক্ষার ওপর থাকছে ৩০-৩৫% ছাড়।
ক্যাম্পেইনে স্বাস্থ্য পরামর্শ দিবেন, ইসলামী ব্যাংক হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নাসরিন বেগম ডটি, কনসালটেন্ট ডাঃ হাওয়া বেগম সিদ্দিকা, কনসালটেন্ট ডাঃ নাসরিন আরা পারভিন।
তবে চিকিৎসার জন্য হাসপাতালের ওই বিজ্ঞপ্তিতে দেয়া নাম্বারে যোগাযোগ করে আগে থেকে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: