রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


রাজশাহীতে করোনায় প্রাণ গেল আরও সাত জনের


প্রকাশিত:
২ আগস্ট ২০২১ ০০:৩৫

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৩:৫২

ফাইল ছবি

২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগজুড়ে আরও ৭ জনের প্রাণ গেল মহামারি করোনাভাইরাসে। এই এক দিনে বগুড়ায় মারা গেছেন সর্বোচ্চ ৪ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সিরাজগঞ্জে একজন করে প্রাণ হারিয়েছেন। এই দিন রাজশাহী, নাটোরে, জয়পুরহাট এবং পাবনায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ নিয়ে বিভাগজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩২৫ জনে।

রোববার (১ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৮০৮ জনের সংক্রমণ শনাক্ত হয়।

এদের মধ্যে ২৩৬ জন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া পাবনায় ১৬৯ জন, বগুড়ায় ১৩৭, সিরাজগঞ্জে ৮৫, নাটোরে ৭৩, চাঁপাইনবাবগঞ্জে ৫৫, জয়পুরহাটে ২৭ এবং নওগাঁয় ২৬ জনের করোনা ধরা পড়েছে।

একই সময়ে বিভাগের আট জেলায় আরও ৮০৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে করোনা শনাক্ত দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮৫৫ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৫৭৬ জন।

এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ১০ জন। একই দিনে হাসপাতালে এসেছেন ১৭০ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১২ হাজার ১০০ জন।

এখন পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ৩২৫ জনের। এদের মধ্যে বগুড়ায় ৫৬০, রাজশাহীতে ২৪৪, চাঁপাইনবাবগঞ্জে ১৪০, নওগাঁয় ১১৮, নাটোরে ১১৩, সিরাজগঞ্জে ৬৬, জয়পুরহাটে ৫০ এবং পাবনায় ৩৪ জন মারা গেছেন।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top