রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


সর্বোচ্চ শনাক্তের দিনে ২১ জনের মৃত্যু


প্রকাশিত:
১৩ জুলাই ২০২১ ০০:৫৪

আপডেট:
১৩ জুলাই ২০২১ ০০:৫৫

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৩৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ৯ জুলাই এক হাজার ২৪৬ জনের এবং ১ জুলাই ১ হাজার ২৭৯ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের দিন বিভাগজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ২৩ জন। এর আগে ৬ জুলাই এক দিনে ২৪ জন মারা যান।

সোমবার (১২ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে এক হাজার ৩৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২৭ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ৩০৩ জন, সিরাজগঞ্জের ২৫২ জন, পাবনার ২২২ জন, নাটারের ১১৪ জন, নওগাঁর ৭১ জন, জয়পুরহাটের ২৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ২১ জনের করোনা ধরা পড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে নাটোরের ৬ জন, বগুড়ার ৪ জন, রাজশাহীর ৩ জন, জয়পুরহাটের ৩ জন, পাবনার ৩ জন এবং নওগাঁর ২ জন প্রাণ হারিয়েছেন। এই দিন চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।এ পর্যন্ত বিভাগে করোনা ধরা পড়েছে ৬৮ হাজার ৫৩ জনের। এর মধ্যে মারা গেছেন এক হাজার ৭৪ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন।

বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৪২৮ জন করোনা রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ৬৯০ জন।

এ পর্যন্ত বিভাগে যে এক হাজার ৭৪ জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ ৪৬৯ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ১৯৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১২২ জন, নওগাঁর ১০২ জন, নাটোরের ৮০ জন, জয়পুরহাটের ৪৪ জন, সিরাজগঞ্জের ৩৩ জন এবং পাবনার ৩০ জন মারা গেছেন।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top