রাজশাহী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


রাজশাহী বিভাগে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৩


প্রকাশিত:
২৮ জুন ২০২১ ২২:১৫

আপডেট:
১৯ মে ২০২৪ ০৫:৫৮

ফাইল ছবি

প্রাণঘাতী করোনায় রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন মারা গেছেন বগুড়ায়। এছাড়া নওগাঁ ও জয়পুরহাটে একজন করে প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানির মোট সংখ্যা দাঁড়াল ৮৩২ জনে।

সোমবার (২৮ জুন) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমণ ধরা পড়েছে ৫২ হাজার ৮৯৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে ৮৮৩ জনের। গত এক দিনে করোনার হটস্পট রাজশাহী জেলায় করোনা ধরা পড়েছে ৩২৩ জনের। এছাড়া বগুড়ায় ১২৭, নাটোরে ৯৬, পাবনায় ৮৫, নওগাঁয় ৭৮, সিরাজগঞ্জে ৬৭, জয়পুরহাটে ৬৫ এবং চাঁপাইনবাবগঞ্জে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় চারজন, নওগাঁয় একজন এবং জয়পুরহাটে একজনসহ বিভাগে করোনায় ৬ জন প্রাণ হারিয়েছেন। এই এক দিনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনায় করোনায় মৃত্যুর খবর মেলেনি।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে করোনায় যে ৮৩২ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ ৩৭৭ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়াও রাজশাহীতে ১৪৯, চাঁপাইনবাবগঞ্জে ১০৪, নওগাঁয় ৭৪, নাটোরে ৪৯, সিরাজগঞ্জে ২৯, জয়পুরহাটে ২৭ এবং পাবনায় ২৩ জন প্রাণ হারিয়েছেন।

বিভাগের আটটি জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৭৭৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭ জন। এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৩৮ হাজারন ৩১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭০ জন।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top