রাজশাহী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


২৪ ঘন্টায় করোনায় আরও ২৬ জনের মৃত্যু


প্রকাশিত:
২১ মে ২০২১ ২২:৪২

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ১৭:৫৪

প্রতিকী ছবি

দেশে করোনাভাইরাসে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৩১০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে।

শুক্রবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ২২ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (২০ মে) দেশে করোনায় ৩৬ জন মারা যান, শনাক্ত হয় ১ হাজার ৪৫৭ জন। উল্লেখ্য, প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

 

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top