রামেক করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে এই দুই জন, কেবিনে একজন ও আইসিইউতে এক জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা ওয়ার্ডে ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৯ জন করোনা শনাক্ত বাকি ৫৮ জনের করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এছাড়াও করোনা আক্রান্তদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১১ জন।
আরপি/এসআর-০৬
আপনার মূল্যবান মতামত দিন: