রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রাজশাহী বিভাগে করোনায় আরও দুই জনের মৃত্যু


প্রকাশিত:
৭ মে ২০২১ ২২:২৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪৯

ফাইল ছবি

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে নাটোরে একজন এবং বগুড়ায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৯৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২০ জন, নওগাঁয় ৩৪ জন, নাটোরে ১৮ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগে নতুন ৮৭ জন রোগী শনাক্ত হয়েছেন।

এদিন বিভাগের ১৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৩৫৯ জন। এদের মধ্যে ২৮ হাজার ৮৫১ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬৫৮ জন কোভিড-১৯ রোগী। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিয়েছেন। 

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top