রাজশাহী রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২


রাজশাহীতে করোনায় আরও তিন জনের মৃত্যু


প্রকাশিত:
৬ মে ২০২১ ০১:১৪

আপডেট:
৬ মে ২০২১ ০৬:৩৩

প্রতিকী ছবি

রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগের রাজশাহী জেলায় তাঁদের মৃত্যু হয়। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৯৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২০ জন, নওগাঁয় ৩৪ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগে নতুন ১২৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগের ১১১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ১৮৬ জন।

এদের মধ্যে ২৮ হাজার ৫২৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬৩৭ জন কোভিড-১৯ রোগী। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিয়েছেন। 

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top