ধামইরহাটে এক্সরে মেশিন উদ্বোধন করলেন সাংসদ শহীদুজ্জামান সরকার

নওগাঁর ধামইরহাটে নতুন ডিজিটাল এক্সরে মেশিন কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ- ২ আসনের সাংসদ মো. শহীদুজ্জামান সরকার।
বুধবার সকালে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নতুন ডিজিটাল এক্সরে মেশিন এর উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস।
এছাড়াও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১৩
আপনার মূল্যবান মতামত দিন: