রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


রাজশাহী বিভাগে করোনায় আরও তিনজনের মৃত্যু


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২১ ০১:৫৮

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪৮

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বগুড়ায় দুইজন ও নওগাঁয় একজন মারা গেছেন। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৬৬ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগে নতুন ১৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৮৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top