রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


দেশে করোনার আরও তিন কোটি ডোজ টিকা আনা হবে


প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২১ ০১:৪১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৫

ছবি: সংগৃহীত

আরও তিন কোটি ডোজ করোনা টিকা আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে। একজনও টিকা থেকে বাদ যাবে না, যে বয়স থেকে টিকা দেয়া যায় সেই বয়সের উপরের সবাইকে টিকা নিতে হবে।

তিনি বলেন, আমাদের দেশ টিকা উৎপাদন করতে পারবে। যেসব কোম্পানি টিকা উৎপাদনে আগ্রহী তারা এগিয়ে আসবেন।

শনিবার বিকালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছানোর বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে।

প্রধানমন্ত্রী কোনদিন টিকা নেবেন, এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমি টিকা নেব, তবে সেটা একটা পর্যায়ে। একটা টিকাও যদি বাঁচে। আমার তো বয়স ৭৫ হয়ে গেছে। আমি একটা পর্যায়ে নেব।

আরপি/ এসআই-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top