রাজশাহী বিভাগে আরো ১৭ জনের করোনা শনাক্ত

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় আরো ১৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শনিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিভাগের রাজশাহীতে তিনজন, বগুড়ায় নয়জন এবং পাবনায় তিনজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সাতজন করোনা রোগী সুস্থ হয়েছেন।
এদের মধ্যে চারজনের বাড়ি পাবনা এবং তিনজনের বাড়ি রাজশাহী। শুক্রবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৫৫৯ জন। এদের মধ্যে ২৩ হাজার ৯০৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৮২ জন কোভিড-১৯ রোগী।
আরপি/ এসআই-১৭
বিষয়: রাজশাহী পাবনা বগুড়া করোনাভাইরাস কোভিড-১৯
আপনার মূল্যবান মতামত দিন: